তৃণমূল পর্যায়ে শিক্ষার উন্নয়নে বেসরকারি অনেক কার্যক্রম বা উদ্যোগের অবদান অনস্বীকার্য। স্বাধীনতার পর থেকে বেসরকারি অনেক উন্নয়ন সংস্থা শিক্ষা খাতে বিশেষ নজর দিয়েছে, এখনো তাদের অনেকের কর্মসূচি চলমান। বড় বড় সংস্থার পাশাপাশি স্থানীয় অনেক বেসরকারি প্রতিষ্ঠান বা ফাউন্ডেশনের ছোট ছোট কিছু কার্যক্রম এতটাই প্রভাব বিস্তারকারী যে সংশ্লিষ্ট অঞ্চলে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে। এমনটিই দেখা যাচ্ছে খুলনার তেরখাদা, রূপসা ও দিঘলিয়া উপজেলায়।উপজেলার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশন এ অঞ্চলের শিক্ষার উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের নেতৃত্বে চলছে ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম। ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরেই তৃণমূলের শিক্ষা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। শিক্ষাবান্ধব এ নেতার উদ্যোগে স্থানীয় স্কুল-কলেজের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে...