ঢাকা: নেপালে চলমান জেনারেশন-জি (জেন-জি) আন্দোলনের সময় নিহতদের ‘শহীদ’ হিসেবে ঘোষণা করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। একই সাথে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্তও নিয়েছে সদ্য দায়িত্বপ্রাপ্ত সুশীলা কার্কির প্রশাসন।সোমবার (১৬ সেপ্টেম্বর) নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আরিয়াল সাংবাদিকদের জানান, "আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ১০ লক্ষ রুপি ক্ষতিপূরণ এবং অতিরিক্ত ৫ লক্ষ রুপি বিভিন্ন খরচ বাবদ সহায়তা দেয়া হবে।"গত সপ্তাহে জেন-জি তরুণদের ডাকা সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে এবং শত শত মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে।উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। সোমবার তার নেতৃত্বে প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়, একই দিন...