বাংলাদেশের ফ্যাশন ও মডেলিং অঙ্গনের আলোচিত নাম তানজুমা আফরোজ আঁখি আবারও সমালোচনার কেন্দ্রে। ব্যতিক্রমী ফ্যাশন স্টেটমেন্ট ও খোলামেলা পোশাকের কারণে আলোচনায় থাকা এই মডেল সম্প্রতি এক অনুষ্ঠানে আপত্তিকর পোশাকে হাজির হয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি রাজধানীর গুলশানের ‘দ্য ওয়েস্টিন’ হোটেলে অনুষ্ঠিত এক অ্যাওয়ার্ড শোতে খোলামেলা পোশাকে উপস্থিত হন আঁখি। সেখানেই তিনি একটি পুরস্কারও পান। তবে অনুষ্ঠানে তার পরিধেয় পোশাক নেটিজেনদের তীব্র সমালোচনার জন্ম দেয় এবং বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে নিজের ফেসবুক পেজে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি লেখেন, “জানি না এদের অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়, জানার ইচ্ছাও নেই। শুধু এতটুকুই জানি এই হলো অ্যাওয়ার্ড প্রোগ্রামের অবস্থা। আমি অবশ্যই সব মহলের সবার দৃষ্টি আকর্ষণ করছি—আপনারা সমাজ এবং পরিবেশ রক্ষা করতে এগিয়ে আসুন। অনুরোধ রইল।”...