মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য পিছিয়েছে। ‘প্রেক্ষাপটের সাক্ষী’ হিসেবে তিনি বুধবার সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি গাজী এম এইচ তামীম। তিনি বলেন, নাহিদ ইসলাম সাক্ষ্য দিতে মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালে আসেন। তবে আরেক সাক্ষী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় নাহিদের সাক্ষ্য নেওয়া হয়নি। ২০২৪ সালে জুলাই-অগাস্টে আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে করা এ মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাদের মধ্যে মামুন রাজসাক্ষী হয়েছেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলার বিচার চলছে। ৪৬তম সাক্ষী হিসেবে মাহমুদুর রহমান সোম ও মঙ্গলবার সাক্ষ্য দেন।...