১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম ভারতের অন্যতম ধনী পরিবার আম্বানিদের উদ্যোগে গড়ে ওঠা বন্যপ্রাণী আশ্রয়কেন্দ্র ভান্তারাকে নিয়ে সম্প্রতি নানা অভিযোগ উঠেছিল। তবে ভারতের সুপ্রিম কোর্টের গঠিত তদন্ত দল জানিয়েছে, এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। গত মাসে ভারতের সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করে। অভিযোগ ছিল, আম্বানিপুত্র অনন্ত আম্বানির প্রতিষ্ঠিত ভান্তারায় অবৈধভাবে প্রাণী আনা হয়েছে এবং তাদের প্রতি দুর্ব্যবহার করা হয়েছে। এ ছাড়া প্রকল্পের পরিচালনায় আইন লঙ্ঘনের কথাও বলা হয়েছিল। এইসব অভিযোগ পর্যালোচনার জন্যই আদালতের নির্দেশে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত তদন্ত দলের প্রতিবেদনে জানানো হয়, ভান্তারার পরিচালনায় কোনো অনিয়ম পাওয়া যায়নি। প্রাণীদের আনা ও আশ্রয় দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ আইনের মধ্যে ছিল। সুপ্রিম কোর্টও আগেই ইঙ্গিত দিয়েছিল,...