জাতিসংঘের এক তদন্তে প্রথমবার উঠে এসেছে, গাজায় ইসরায়েল সামরিক অভিযানের মাধ্যমে গণহত্যা চালাচ্ছে এবং এই অপরাধের জন্য ইসরায়েল রাষ্ট্রকেই দায়ী করেছে তদন্ত কমিশন। প্রায় ২ বছর ধরে চলা যুদ্ধ নিয়ে জাতিসংঘের এই মন্তব্যকে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারপারসন নাভি পিল্লাই এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলি প্রেসিডেন্ট ইসহাক হারজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াওয়াভ গালান্তকে এই গণহত্যার জন্য দায়ি করা হয়েছে। তিনি বলেন, আমরা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে তাদের প্রকাশ্য বিবৃতি এবং প্রদত্ত নির্দেশনার ভিত্তিতে শনাক্ত করেছি। তিনি আরও জানান, এই তিনজন ব্যক্তি যেহেতু রাষ্ট্রের প্রতিনিধি, তাই আন্তর্জাতিক আইনের অধীনে রাষ্ট্রই দায়ী হয়। সেই কারণে আমরা বলেছি, গণহত্যা সংঘটন করেছে ইসরায়েল রাষ্ট্র। প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি নেতাদের...