স্থানীয় সূত্রে জানা যায়, তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে মাটির তৈরি পৈতৃকঘরে একাই বসবাস করে আসছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে অন্যত্র বসবাস করায় তিনি একাই ওই ঘরে থাকতেন। প্রতিবেশীরা ধারণা করছেন, রোববার দিনগত রাতে টানা ভারি বর্ষণের সময় ঘরের দেওয়াল ধসে পড়ায় তিনি মাটিচাপা পড়ে মারা যান। আজ মঙ্গলবার সকালে পাশের বাড়ির এক প্রতিবেশী বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ঘরের একপাশ ধসে পড়া অবস্থায় দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখেন বৃদ্ধ তমিজ উদ্দিনের মরদেহ ঘরের ধ্বংসস্তূপের নিচে...