কোটা সংস্কার আন্দোলনে ২০২১ সালে র্যাবের হাতে আটক ততকালীন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পরবর্তীতে জুলাই- আগষ্ট আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের সমন্নয়ক ইমরান আল নাজির নিয়ে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে তিনি ইয়াবাসহ আটক হয়েছেন। তবে পরিবার, সহপাঠী ও আন্দোলন সংশ্লিষ্টরা একে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে। এছাড়াও বিভিন্ন থানায়, র্যাব আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গিয়েও তার বিরুদ্ধে মাদক মামলার তথ্য পাওয়া যায় নি। খোঁজ নিয়ে জানা যায়, গত ২০২১ সালের অক্টোবর মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ‘ককটেল বিস্ফোরণ’ গুজব ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে ছাত্র অধিকার পরিষদের নেতা ইমরান আল নাজির (২৬) নামে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এনিয়ে ২০২১ সালের ২৩...