ঢাকা: বিশ্বের স্থলভাগে যতগুলো উত্তোলনযোগ্য তেল ও গ্যাসের খনি এখন পর্যন্ত শনাক্ত হয়েছে, সেগুলোর মজুত দ্রুত ফুরিয়ে আসছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যানার্জি এজেন্সি (আইইএ)।এক সাম্প্রতিক প্রতিবেদনে আইইএ জানিয়েছে, বর্তমানে স্থলভাগে প্রায় ১৫ হাজার তেল ও গ্যাসের খনি সক্রিয় রয়েছে। তবে বছরের পর বছর ধরে নিরবচ্ছিন্ন উত্তোলনের ফলে ৯০ শতাংশ খনির মজুত দ্রুত হারে হ্রাস পাচ্ছে।প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, "অদূর ভবিষ্যতে এসব খনির জ্বালানি মজুত পুরোপুরি শেষ হয়ে যেতে পারে।" জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে বিষয়টি বৈশ্বিকভাবে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।প্রতিবেদনে আরও বলা হয়েছে, মজুত কমতে থাকার কারণে বর্তমানে বিশ্বে প্রতিদিন গড়ে ৫৫ লাখ ব্যারেল জ্বালানি তেল এবং ১৮০০০ কোটি কিউবিক মিটার থেকে ২৭০০০ কোটি কিউবিক মিটার গ্যাস কম উত্তোলন হচ্ছে।আইএ-এর...