সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব-৭ ও র্যাব-৯ যৌথ অভিযানে প্রথমে প্রধান পলাতক আসামী নুরুজ্জামানকে সিলেটের সুরমা রশিদ চত্ত্বর ইউনিক বাস কাউন্টার থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেখানো তথ্যমতে ওই এলাকায় একটি আবাসিক হোটেল থেকে তার পাতানো স্ত্রী আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। নুরুজ্জামান মিরসরাইয়ের পশ্চিম মায়ানী এলাকার শামছুল আলমের ছেলে। আনোয়ারা বেগম সিলেট জৈন্তাপুর ভাইটগ্রাম এলাকার মৃত আরজু মিয়ার কন্যা। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে পতেঙ্গা র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান বলেন, নুরুজ্জামান দীর্ঘদিন সৌদি প্রবাসে থাকা অবস্থায় আনোয়ারা বেগমের সঙ্গে গোপনে ৭ বছর ধরে অবৈধভাবে বসবাস করে আসছিল। পরিবারের বর্তমান স্ত্রী নুর জাহান ও সন্তানরা বিষয়টি জানতে পারলে পারিবারিক কলহের সূত্রপাত হয়। আদালতের তথ্য অনুযায়ী, আসামী নুরুজ্জামান পরিবার...