তাদের দাবি, ফরিদপুর-৪ আসনে আলগী ও হামিরদি ইউনিয়ন পুনর্বহাল করতে হবে, আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে মুক্তি দিতে হবে, দায়ের হওয়া মামলা প্রত্যাহার করতে হবে এবং প্রশাসনের মাধ্যমে হয়রানি বন্ধ করতে হবে। এদিকে সোমবারের সহিংসতার পর ভাঙ্গায় বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ওইদিন হাজারো আন্দোলনকারী থানায়, উপজেলা পরিষদ, পৌরসভা কার্যালয় ও হাইওয়ে অফিসে ভাঙচুর চালায় এবং মোটরসাইকেলে আগুন দেয়। এর আগে নির্বাচন কমিশন ৪ আগস্ট প্রকাশিত গেজেটে ভাঙ্গার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করে। এর প্রতিবাদে স্থানীয়রা কয়েক দফায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন, যাতে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ ভোগান্তিতে পড়েন। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার সোমবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক জানান, ইউনিয়ন দুটিকে আগের...