বগুড়ার শেরপুর উপজেলার কৃতি সন্তান ও শ্রেষ্ঠ জয়িতা সুরাইয়া ফারহানা রেশমা এবার অর্জন করেছেন “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫”। সোমবার রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস রেশমার হাতে এ সম্মাননা তুলে দেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলো রেশমার এই সাফল্যকে শেরপুর তথা বগুড়াবাসীর জন্য গর্বের অর্জন হিসেবে আখ্যা দিয়েছেন। এর আগে সমাজসেবা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য রেশমা একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন। ২০২১ সালে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার, ২০২২ সালে জাতীয় যুব পুরস্কার, ২০২৩ সালে চ্যানেল আই পুরস্কার এবং ২০২৪ সালে ডেইলি স্টার পুরস্কার তার অর্জনের ঝুলিতে যুক্ত হয়। সমাজ উন্নয়নে নিবেদিতপ্রাণ তরুণদের স্বীকৃতি হিসেবেই এই ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অর্জন সম্পর্কে সুরাইয়া ফারহানা রেশমা...