কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসাইন আল আমিন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এবং ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক সভায় বক্তৃতা দেন। এছাড়া স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুস সোবাহানের সার্বিক সহযোগিতায় ইসলামি ফাউন্ডেশনের উপজেলা ফিল্ম সুপারভাইজার ওবাইদুর রহমান, প্রধান শিক্ষক খলিলুর রহমান পলাশ, ভূরুঙ্গামারী থানার প্রতিনিধি এস আই নিজামুলসহ অন্যান্য অতিথিরাও উন্মুক্ত আলোচনায় অংশ নেন। সভায় আসন্ন দেশব্যাপী টাইফয়েড ভ্যাকসিনেশন...