“কৃষিই সমৃদ্ধি” ধারণা বাস্তবায়ন এবং ২০২৫-২৬ অর্থ বছরের কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দীঘিনালায় দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দীঘিনালা হর্টিকালচার সেন্টারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা কৃষি দপ্তরের উপপরিচালক (অ.দা.) মো. বাছিরুল আলম। তিনি বলেন, “কফি ও কাজুবাদাম বর্তমানে সম্পূর্ণভাবে বিদেশ থেকে আমদানি করতে হয়। সরকারি প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করে স্থানীয়ভাবে চাষ করার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। পাহাড়ের মাটি কফি ও কাজুবাদাম চাষের জন্য উপযোগী এবং প্রক্রিয়াজাত করতেও সহজ।” তিনি আরও বলেন, “কফি ও কাজুবাদাম চাষ করে কৃষকরা...