যৌতুক দাবির পাশাপাশি শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করা মডেল সানাই মাহবুব শর্ত দিয়ে সংসার করতে রাজি হয়েছেন। এই মামলার শুনানিতে মঙ্গলবার আদালতে দাঁড়িয়ে সানাই মাহবুব বলেন, যদি তার স্বামী আবূ সালেহ মূসা ভরণপোষণের দায়িত্ব নেয়, তবে তিনি সংসার করতে রাজি আছেন। শুনানিতে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে সানাই বলেন, “আবার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে। আমার দায়িত্ব কে নিবে? যদি আমার স্বামী না নেয়। অন্য ছেলে নিবে?” সানাই মাহবুবের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তার স্বামী আবূ সালেহ মূসা। মঙ্গলবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান। গত ৬ অগাস্ট সানাই মাহবুব আদালতে মূসার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করে আদালত। এরপর মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মূসা। মূসার...