বরিশাল: মুলাদী উপজেলায় প্রকাশ্যে দিবালোকে চাচাকে কুপিয়ে হত্যা ও ভাতিজাকে গুরুতর আহতের এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় গত রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে নিহতের বড়ভাই আব্দুল জলিল ব্যাপারী বাদী হয়ে ২৭ জনকে আসামি করে মুলাদী থানায় একটি মামলা করেন। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।এর আগে, মুলাদী উপজেলায় কৃষক বাবুল ব্যাপারীকে কুপিয়ে হত্যা এবং ভাতিজা আলীম বেপারীসহ ৪/৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১২ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বাবুল ব্যাপারী নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়। বাবুল ব্যাপারী উপজেলার মুলাদী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বজায়শুলী গ্রামের মৃত গহর আলী ব্যাপারীর ছেলে। জমি নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের করিম মল্লিক ও...