১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কর্তন করে তিনটিতে নামিয়ে আনার গেজেটের বিরুদ্ধে উত্তাল হয়েছে জনতা। সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে মোল্লাহাটে বিক্ষোভ মিছিল, অবস্থান ও নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকেই মোল্লাহাট উপজেলার হাসপাতাল মোড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির অস্থায়ী কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে নির্বাচন অফিসার কার্যালয় ঘিরে শেষ হয়। মুহূর্তেই এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগানে “বাগেরহাটের আসন কমানো চলবে না”, “চার আসন চাই, ন্যায় চাই, অধিকার চাই।” পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমান। তিনি বলেন, “বাগেরহাটের চার আসন...