দেশের সার্বিক মূল্যস্ফীতি এখনো মোটামুটি স্থিতিশীল রয়েছে এবং সম্প্রতি খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করলেও ভোক্তাদের ওপর বড় ধরনের প্রভাব পড়বে না। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। আমদানি ও খরচ প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকা থেকে পণ্য আনা হলে ভিয়েতনামের তুলনায় কিছুটা খরচ বাড়বে। তবে মানের দিক থেকে তা ভালো হবে। তিনি বলেন, আমরা ট্যারিফ এড়িয়ে যেতে চাইছি এবং ঘাটতি কমানোর চেষ্টা করছি। তাই কিছুটা অতিরিক্ত খরচ লাগবে। ভোক্তাদের ওপর প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, না, ভোক্তাদের ওপর কোনো প্রভাব পড়বে না। ইতোমধ্যে টিসিবি ও বিভিন্ন খাতে ভর্তুকি...