ভারতীয় ক্রিকেটারদের করমর্দন না করার পর হুমকি ছুঁড়েছিল পাকিস্তান। ক্ষোভ জানিয়ে দারস্ত হয়েছিল আইসিসির। পিসিবি চাইছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা শুনিয়েছে পাকিস্তানের বিপক্ষ মত। এনডিটিভিসহ বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, ম্যাচ রেফারি পাইক্রফটকে আইসিসি বর্জন করছে না। ভারতের পক্ষে কাজ করার যে অভিযোগ পিসিবি তুলেছিল, সেটা অমূলক বলে জানিয়েছে আইসিসি। ফলে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচের রেফারির দায়িত্বে তিনিই থাকছেন। এই ম্যাচ দুবাইয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। পাইক্রফটের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ মূলত ভারতীয় ক্রিকেটারদের কারণেই। আইসিসির নিয়মে না থাকলেও দুবাইয়ে পরশু ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্যমূলক করমর্দন করেননি সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া। এমনকি ম্যাচ শুরুর আগে টসের সময় পাইক্রফট পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘাকে ভারতের অধিনায়ক সূর্যকুমারের...