যেখানে একসময় তাদের দিন কাটতো কারখানার মেশিনের শব্দ আর উৎপাদনের চাপের ভেতর, আজ সেখানে তারা হাঁটছেন বিশ্ববিদ্যালয়ের করিডোরে— কাঁধে পাঠ্যপুস্তক। টিম গ্রুপ এবং বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড ইন্ডিটেক্সের যৌথ উদ্যোগে এমন রূপান্তরমূলক যাত্রা সম্ভব হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টিম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব এ কথা বলেন। তিনি জানান, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এআইইউডব্লিউ) ভর্তি হয়েছেন ৯ জন তরুণী, যারা আগে টিম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে অপারেটর, কোয়ালিটি ইন্সপেক্টর, সুই ইস্যু গার্ল, কিংবা অফিস সহকারী হিসেবে কাজ করতেন। তাদের মধ্যে আছেন— নিশাত আঞ্জুম নিঝুম, সুমাইয়া আক্তার, সুমাইয়া মিসু, মৌসুমে আক্তার, নিপা মনি আক্তার, মুমতারিন ফেরদৌস, তৃষা মনি, তানিয়া আক্তার ও সুমাইয়া খাতুন। টিম গ্রুপের তথ্যমতে, এসব তরুণী সবাই উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করার পর পারিবারিক দায়িত্ব পালনের তাগিদে কর্মজীবনে যুক্ত হয়েছিলেন।...