বিএসসি ডিগ্রিধারীদের উত্থাপিত তিন দফা দাবিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে এবং কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ছয় দফা দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করে রাষ্ট্রকে জিম্মি করার নীলনকশা হিসেবে বিএসসি ডিগ্রিধারীরা তিন দফা দাবি উত্থাপন করেছে। এরই প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা সাত রাস্তা মোড়ে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা সেখানে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। আন্দোলনকারীরা জানান, তাদের ছয় দফা দাবি আদায়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবেন। তারা তাদের দাবিগুলো অবিলম্বে মেনে...