ঢাকা: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ঘোষিত কর্মসূচির সময়সূচি পরিবর্তন করেছে জামায়াতে ইসলামী। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার কারণে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনও ধরনের বিক্ষোভ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই দুইদিন তারা বিকেলে কর্মসূচি পালন করবে।আজ দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ দফা দাবিতে আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। পরে জানা যায়, আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি আমলে নিয়ে বিসিএস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে জামায়াতে ইসলামী দায়িত্বশীল অবস্থান নিয়েছে। সে কারণে ইতোমধ্যে সারাদেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে যে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনোভাবেই...