নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় যাওয়া প্রবাসীদের জন্য দেশটির ইমিগ্রেশন বিভাগ থেকে কঠোর সতর্কবার্তা এসেছে। মালয়েশিয়ায় ভুয়া বিয়ে বা কেবল সুবিধার জন্য করা বিয়ে বেড়ে চলেছে, যা এখন কঠোর দমনীর মুখে পড়ছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন,“বিদেশিরা যদি ব্যবসা, পাসপোর্ট সুবিধা বা স্থায়ী বসবাসের জন্য ভুয়া বিয়ে করেন, তাদের গ্রেফতার করা হবে, বিচার শেষে জেলও হতে পারে। এরপর কালো তালিকাভুক্ত করে দেশে ফেরত পাঠানো হবে।” মালয়েশিয়ার প্রবাসীদের মধ্যে ভুয়া বিয়ে করে ব্যাংক ঋণ, ব্যবসায়িক অনুমতি এবং অন্যান্য সুবিধা নেওয়ার প্রবণতা বেড়েছে। অনেকেই সম্পর্ক ছিন্ন করে ‘সুবিধা শেষ হলে’ স্ত্রীকে তালাক দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে। দাতুক জাকারিয়া শাবান আরও বলেন,“পরিবার গঠনের ছল করে বিয়ের মর্যাদা ব্যবহার করলে তা তদন্তের আওতায় আনা হবে। দীর্ঘমেয়াদি সামাজিক পাস পেলে কাজ করার জন্য...