টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) -এর ৫০তম আসর শেষ হয়েছে। এবারের উৎসবকে ঘিরে কয়েকটি বিষয় বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে। সেগুলোতে দৃষ্টি দেয়া যাক। প্রথমতটিআইএফএফ অনেক দিন ধরেই অস্কার দৌড়ের অন্যতম লঞ্চপ্যাড হিসেবে পরিচিত। তবে এবারের আসরে দেখা গেছে ভিন্ন চিত্র। ভেনিস, টেলুরাইড, নিউইয়র্ক ও সাম্প্রতিক বছরগুলোতে কানের কাছে বিশ্বপ্রিমিয়ারের দৌড়ে খানিকটা পিছিয়ে পড়েছে টরন্টো। তবুও দর্শকনির্ভর বিশাল আয়োজন হিসেবে এখানে প্রদর্শিত ছবিগুলো সম্ভাব্য পুরস্কারপ্রাপ্তির ক্ষেত্রে একধরনের মাপকাঠি তৈরি করেছে। এবারের আসরে নিয়া ডাকোস্তার হেডা, হিকারির রেন্টাল ফ্যামিলি, ডেরেক সিয়ানফ্রান্সের রুফম্যান এবং ডেভিড মিশোডের ক্রিস্টি প্রিমিয়ার হয়েছে। তবে দর্শক ও সমালোচকদের উচ্ছ্বাস সবচেয়ে বেশি ছিল ক্লোয়ি ঝাওয়ের হ্যামনেট, গিলারমো দেল তোরোর ফ্রাঙ্কেনস্টাইন, জোয়াকিম ট্রিয়রের সেন্টিমেন্টাল ভ্যালু, ক্লেবার মেনদোসা ফিলহোর দ্য সিক্রেট এজেন্ট, জাফর পানাহির ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট ও কাওথের...