ধনেশ পাখির পাকা বটফল খাওয়ার এ দৃশ্য খাগড়াছড়ির মহালছড়ির প্রত্যন্ত গ্রামের। আশপাশের প্রাকৃতিক বনে বসবাস এই পাখির। ভাদ্র ও চৈত্র মাসে বটফল খেতে নিয়মিত চলে আসে লোকালয়ে। এই গ্রামের কেউ শিকার না করায় কয়েক বছরে বেড়েছে ধনেশ পাখির সংখ্যা। স্থানীয়রা জানান, ২০২১ সালে ৩টি ধনেশ দেখা গেলেও এ বছর দেখা গেছে ৮টি। স্থানীয় একজন বলেন, ‘বট ফল যখন পাকে তখনই এরা এগুলো খেতে আসে। কেউ পাখি শিকার করে না। এরা নিবিঘ্ন ফল খেয়ে চলে আসে। আগের চেয়ে পাখির সংখ্যা বেড়েছে। পাখিগুলো নিরাপদে আছে। তাদের বংশবদ্ধি হচ্ছে।’ পাখি রক্ষায় জনসচেতনতা বাড়ানোর কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। মহালছড়ির ইউপি সদস্য রিপন চাকমা বলেন, ‘এখানে প্রাকৃতিক বন থাকায় ধনেশের মতো দুর্লভ পাখি ঠিকেছে রয়েছে। পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান শিকার না করার স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি...