দুর্গাপূজা উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সাতক্ষীরারে এসপি’র NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। সাতক্ষীরা:আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা পুলিশ আয়োজিত এ সভাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ দমন, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও ডাকাতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।পাশাপাশি সাইবার বুলিং প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জনের মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা পুলিশ বদ্ধপরিকর।” তিনি আরও বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যদি অপপ্রচার, গুজব বা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কর্মকাণ্ড চালায় কিংবা পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির...