সুরাইয়া ইয়াসমিন সুমিস্নিগ্ধ মনোরম পরিবেশ হিসেবে বেছে নেওয়া হলো সৌন্দর্যের আধার সিলেটকে। পাহাড়, ঝরনায় এক অমলিন বহিঃপ্রকাশ। দিনটা ৩ সেপ্টেম্বর। সময় বিকেল সাড়ে ৫টা। সঙ্গে আমাদের সহপাঠী আর শিক্ষকরা। গাড়ি সবকিছুকে ফেলে সামনে ছুটে চলছে। উদ্দেশ্য সিলেটের অপরূপ পরিবেশ দর্শন। বিকেল গড়িয়ে প্রায় আলো ক্ষীণ হয়ে যাচ্ছে। সবার মধ্যে এক প্রতীক্ষিত ভাবনা। সময় যেন বাঁধা মানে না। সময় পেরিয়ে এলো সেই ক্ষণ। সকালের সুপ্ত আলোর উদীয়মান দীপ্তিতে সবুজের মধ্য দিয়ে পৌঁছে গেলাম সিলেট শহরে। আমরা সিলেট শহরের ভেতর আপন হোটেলকে আপনের মতো আপন করে নিলাম। সবাই ক্লান্ত, ম্যাম সবাইকে রুম দিয়ে দিলেন। সবাই ক্লান্তি ভাবটা কাটিয়ে ফ্রেশ হয়ে নিলো। যেহেতু মাঠকর্মই কাজ; সেহেতু ম্যাম আমাদের তৈরি হতে বললেন। আমরাও তৈরি হয়ে গেলাম। আমরা বুঝিনি সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা...