কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং Gavi, PATH, UNICEF ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশের সহযোগিতায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সভার আয়োজন করে। সভায় ভেড়ামারা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক এবং মসজিদের ইমামরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। তিনি জানান, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভেড়ামারা উপজেলায় টাইফয়েডের টিকাদান কর্মসূচি চলবে। এটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারিভাবে বিনামূল্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে ৯ থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের টাইফয়েডের টিকা দেওয়া হবে। তিনি আরও বলেন, ভেড়ামারা উপজেলায় মোট ৫৩ হাজার ৪৮০ জন এ টিকার আওতায় আসবে। এর মধ্যে—...