হানিয়া আমির—পাকিস্তানের তুমুল জনপ্রিয় এই নায়িকা আসছেন ঢাকায়। তাঁর আসার কারণ সানসিল্কের প্রচারে অংশ নেওয়া। এক ফেসবুক ভিডিও বার্তায় বাংলাদেশ সফর নিয়ে কথা বলেছেন হানিয়া নিজেই। সোমবার (১৫ সেপ্টেম্বর) সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা হয়। হানিয়া বলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। জানেন কি, আমি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে!’ হানিয়া শুধু পাকিস্তানেই নয়, বরং বাংলাদেশি দর্শকদের মাঝেও জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি ঢাকায় কয়েকদিন অবস্থান করবেন বলে আশা করা হচ্ছে। ২০১৬ সালে ‘জনান’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন হানিয়া। এরপর প্রায় এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফর’, ‘ফেইরি...