১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১১ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ পিএম সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় আন্দোলনরতরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। পূর্ব ঘোষিত তৃতীয় দফার তিনদিনের কর্মসূচির শেষ দিনে বিক্ষোভকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদি ইউনিয়নের পুখুরিয়া ও হামিরদি এলাকায় কিছু সময় অবরোধ করলেও পরক্ষণেই তুলে নেন স্থানীয়রা। পাশাপাশি সোমবার হওয়া সহিংসতাকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অন্যদিনের তুলনায় সড়কে যানবাহনের চাপ কম রয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের হামিরদি বাস স্ট্যান্ড এলাকায় দেখা যায়, বিদ্যুতের খুঁটি ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখেন। পরে নিজেদের সমঝোতায় সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে নেন তারা। তবে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ সময় স্থানীয়রা...