১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম বিশ্বজুড়ে জ্বালানি চাহিদা বেড়েই চলেছে। কিন্তু এই চাহিদা পূরণের প্রধান উৎস—স্থলভাগের তেল ও গ্যাসের খনি—দ্রুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে জাতিসংঘের জ্বালানি পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যানার্জি এজেন্সি (আইইএ)। এ পরিস্থিতি ভবিষ্যতের বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকে বড় ঝুঁকির মুখে ফেলতে পারে। আইইএ তাদের সর্বশেষ প্রতিবেদনে জানায়, বিশ্বের স্থলভাগে বর্তমানে প্রায় ১৫ হাজার তেল ও গ্যাসের খনি রয়েছে। বছরের পর বছর অতিরিক্ত উত্তোলনের কারণে এসব খনির ৯০ শতাংশ দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। ফলে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল এবং বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস উৎপাদন কমে যাচ্ছে, যা জ্বালানি বাজারে চাপ তৈরি করছে। আইইএ’র তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন গড়ে ৫৫ লাখ ব্যারেল তেল উৎপাদন কম হচ্ছে। পাশাপাশি ১৮ হাজার কোটি থেকে ২৭...