ঢাকাই সিনেমার একসময়ের নায়িকা বনশ্রী আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সনি রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, বনশ্রীর ভাই মোহাম্মদ হারুনের মাধ্যমে তারা মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন। তিনি জানান, গত পাঁচ দিন ধরে বনশ্রী হাসপাতালে ভর্তি ছিলেন। হৃদরোগ, কিডনির জটিলতাসহ নানা ব্যাধিতে ভুগছিলেন তিনি। জীবনের শেষ দিনগুলোতে প্রচণ্ড কষ্ট সহ্য করেছেন এই প্রাক্তন অভিনেত্রী। এক সন্তান রেখে গেছেন বনশ্রী। মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে শিবচর পৌরসভা গোরস্থানে তাকে দাফন করা হবে। ১৯৯৪ সালে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ব্যবসায় সফল সিনেমা ‘সোহরাব রুস্তম’ দিয়ে রূপালি পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। পরের কয়েক বছরে ‘মহা ভূমিকম্প’সহ আরও আট-দশটি সিনেমায় অভিনয় করেন তিনি। অল্প...