কক্সবাজারের টেকনাফে অভিনব কৌশলে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে মো. জাহিদুল্লাহ (১৯) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে যাত্রী জাহিদুল্লাহ পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন আচরণ করায় সন্দেহ হলে তাকে হাসপাতালে নেওয়া...