বগুড়া জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২ হাজার ৪শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার খাড়িয়া নিশিন্দারা মধ্যপাড়া এলাকার মো. আবু দারদা ওরফে সজিব (৩১), একই উপজেলার ধামাই প্রামাণিক পাড়ার মোছা. আর্জিনা বেগম (৩৫) ও সদরের ফাঁপড় মধ্যপাড়ার মোছা. রিমা খাতুন (২৮)। গ্রেপ্তারকৃতদের মধ্যে সজিবের নামে আদালতে ১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের নামাজগড় এলাকায়...