শারদীয় দুর্গোৎসব ঘিরে দেশের প্রেক্ষাগৃহে আসছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালনায় সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। এই সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে কোভিড মহামারীর বছর ২০২০ সালে। আগামী ২৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে বলে গ্লিটজকে জানিয়েছেন পরিচালক মানিক। দৃশ্যধারণের পাঁচ বছর পর আলোর মুখ দেখছে সিনেমাটি। এর কারণ জানিয়ে মানিক বলেন, "ভালো সময়ের অপেক্ষা করতে করতে চার বছর লেগে গেল। সিনেমার শুটিং হয়েছিল ২০২০ সালে। এরপর ২০২১ সালে ছাড়পত্র পেয়েছে। তখন কোভিড মহামারী প্রকট ছিল। তাই সেসময় মুক্তি দেওয়া হয়নি।" রোমান্স ও ফ্যান্টাসির মিশেলে গড়ে উঠেছে সিনেমার চিত্রনাট্য। মানিক বলেন, "এটা একটা নিরেট প্রেমের সিনেমা। যেখানে ফুটে উঠেছে এক স্বপ্নভঙ্গের গল্প, রাজকন্যা আর বাস্তবতার জটিলতা মিলেমিশে যায়। এটা আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়ার প্রথম সিনেমা।" সিনেমাটি নিয়ে প্রত্যাশা কেমন জানতে চাইলে মানিক...