আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন জুলাইযোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আশা প্রকাশ করেছেন, অল্প সময়ের মধ্যেই ন্যায়বিচার পাওয়া যাবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে হাজির হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ এই মন্তব্য করেন। এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজি মনোয়ার হোসেন জানিয়েছেন, আগে থেকে সাক্ষ্য দেওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় সেদিন নাহিদের সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক...