পাকিস্তানি শিশুশিল্পী উমর শাহ মারা গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‘জিতো পাকিস্তান’খ্যাত এই তারকার বয়স হয়েছিল ১৫ বছর। পাকিস্তানি গণমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে। উমরের চাচা ও মেন্টর দানিয়াল শাহ জানান, রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে হঠাৎ করে উমরের শরীর খারাপ হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে বমি করার সময় তার ফুসফুসে তরল ঢুকে পড়ে, যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।আরো পড়ুন:সম্পর্ক টিকিয়ে রাখার অনুপ্রেরণা হয়ে উঠেছে ‘সহযাত্রী’ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে সম্পর্ক টিকিয়ে রাখার অনুপ্রেরণা হয়ে উঠেছে ‘সহযাত্রী’ পাকিস্তানি উপস্থাপক ওয়াসিম বাদামি একটি ছবি শেয়ার করে উমরের জন্য দোয়া চেয়েছেন। অনুসারীদের কাছে উমর ও তার পরিবারের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, “চিকিৎসকদের মতে সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে...