যুক্তরাষ্ট্রে টিকটক সচল রাখার জন্য অবশেষে চীনের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ট্রাম্প প্রশাসন। সোমবার (১৫ সেপ্টেম্বর) এ বিষয়ে ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট’ হয়েছে বলে জানান মার্কিন কর্মকর্তারা। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মাদ্রিদে সাংবাদিকদের বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। তার নির্দেশনা ও নেতৃত্ব ছাড়া আমরা আজকের চুক্তি করতে পারতাম না।” “শুক্রবার ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বলবেন এবং পরে দুই নেতার সরাসরি বৈঠকেও এই চুক্তি চূড়ান্ত করা হতে পারে।” এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদন বলছে, টিকটকের যুক্তরাষ্ট্র অংশ কিনতে যে মার্কিন বিনিয়োগকারী দলকে এগিয়ে রাখা হয়েছে, তাদের নেতৃত্বে আছেন ওরাকল নির্বাহী চেয়ারম্যান ল্যারি এলিসন। তিনি সম্প্রতি অল্প সময়ের জন্য বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন। চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা স্পেনের মাদ্রিদে চলতি সপ্তাহে বাণিজ্য আলোচনায় বসেছেন। সেখানে টিকটকও...