কক্সবাজারের টেকনাফে পেটের ভেতরে অভিনব কায়দায় পাচারকালে দুই হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তারের খবর জানিয়েছে বিজিবি। মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। গ্রেপ্তার ১৯ বছর বয়সী মো. জাহিদুল্লাহ টেকনাফ উপজেলার লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আব্দুর রহমানের ছেলে। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “সোমবার বিকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা থেকে এক ব্যক্তি মাদকের একটি চালান নিয়ে ‘পালকী’ বাস কাউন্টারের দিকে যাচ্ছিল। গোয়েন্দা তথ্য পেয়ে বিজিবির একটি দল সেখানে পৌঁছায়। “এ সময় হাসপাতালের সামনে একটি অটোরিকশাকে সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।” তার ভাষ্য, “জাহিদুল্লাহকে জিজ্ঞাসাবাদে কথা-বার্তায়...