চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে অপহরণের দুই ঘণ্টার মধ্যে এক মুদি দোকানিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ পাঁচজন আটক করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে উপজেলার মোবারকপুর গোলাপ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ফিরোজ। আটকরা হলেন- মো. আরিফ হোসেন (২৫), মো. মোয়াজ্জেম হোসেন (২৫), মো. আল আমিন (২২) এবং মো. রাজু (২৩)। অপহরণের শিকার সানি আহম্মেদ (২৫) উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মো. শাওবান হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ বলেন, “সোমবার রাত ১০টার দিকে উপজেলার বাগবাড়ি বাজার থেকে দুই বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন মুদি দোকানি সানি। পথে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাতপরিচয় আট থেকে নয়জন...