রংপুরের পীরগাছায় সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সারা দেশের সাঙ্গে রংপুর অঞ্চলের তিন জেলার আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এছাড়া আরও চার জেলার আংশিক রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জানা যায়, ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং শেষ করে পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় লাইন পরিবর্তনের একটি পয়েন্ট ভেঙে যায়। এতে ইঞ্জিনের পেছনের তৃতীয় বগি থেকে শুরু করে ছয়টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর হাজারো মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেক যাত্রী মালামাল খোয়া যাওয়ার অভিযোগ করেছেন। দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় দুই হাজার যাত্রী ছিলেন।আরও পড়ুনআরও পড়ুনভাঙ্গায় মহাসড়কে বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন নুরবানু নামে...