শুধু করপোরেট নয়, মনকেও ছুঁয়ে যাওয়া বার্তা দেন অন্য বক্তারা। নাইজুর রহমান, যিনি তার অনুপ্রেরণাদায়ী বক্তব্যে বলেন, ‘সাপ্লাই চেইন মানেই শুধু সংখ্যা নয়; এখানে আছে মানুষের গল্প, স্বপ্ন আর আবেগ। সেই আবেগকে কাজে লাগাতে পারলেই আসবে সাফল্য।’আলোচনায় যারা নেতৃত্ব দিলেন : নাইজুর রহমান– ফাউন্ডার, Mind Works; ড. মোহাম্মদ একরামুল ইসলাম– ট্রেজারার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়; তানজিল আসলাম– নলেজবিজ সিইও এবং ফাউন্ডার প্রেসিডেন্ট, জিএসএসসিপি; মোহাম্মদ জিয়া উদ্দিন– সাপ্লাই ডিরেক্টর, বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্লাস্টার, Reckitt; ফয়সাল আলম– হেড অব ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানিং, নেসলে ফুড অ্যান্ড বেভারেজ; গোলাম সামদানি ডন– চিফ ইনস্পিরেশনাল অফিসার, Sumdany Facilitation & Consultancy.কর্মশালায় পঞ্চাশের অধিক প্রতিষ্ঠানের একশ পেশাজীবী একত্রিত হয়ে বাংলাদেশ কীভাবে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে পারে, সে বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় যারা নেতৃত্ব দিলেন : নাইজুর রহমান– ফাউন্ডার, Mind Works;...