১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম ভারতের কংগ্রেস নেতা ও সাবেক সভাপতি রাহুল গান্ধী আবারও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন। এবার কারণ, পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকায় বন্যাদুর্গত গ্রামবাসীর সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়া। এ ঘটনায় তিনি প্রকাশ্যে পুলিশের কাছে প্রশ্ন ছুড়ে দেন— “এটা কি ভারত নয়?” সোমবার (১৫ সেপ্টেম্বর) পাঞ্জাবের গুরদাসপুর জেলায় বন্যাকবলিত মানুষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাহুল গান্ধী। তবে স্থানীয় পুলিশ নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাকে টুর নামের একটি সীমান্তবর্তী গ্রামে প্রবেশ করতে দেয়নি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। কংগ্রেসের অভিযোগ, সরকারের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তে রাহুলকে বাধা দেওয়া হয়েছে। রাহুল গান্ধী ওই দিন অমৃতসরের ঘোনেওয়াল ও গুরদাসপুর জেলার গুরচাক গ্রাম পরিদর্শন করেন। তবে রাভি নদীর ওপারে থাকা...