লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই উল্লেখ করে ৭টি দাবি তুলে ধরেন রাশেদ প্রধান। দাবিগুলো হলো ১. জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন।‘শুধু আ.লীগ বললে খুলে দেওয়া হচ্ছে ভারতের বর্ডার’২. শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ।৩. সব গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ।৪. আওয়ামী আমলে সম্পাদিত গোপন অসম সব চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ।৫. জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।৬. উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন।৭. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।সাত দাবি পূরণের লক্ষ্যে জাগপার পক্ষ থেকে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি হলো, ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সকল বিভাগীয় শহরে গণসংযোগ এবং ২৬ সেপ্টেম্বর সকল সাংঠনিক জেলায় বিক্ষোভ মিছিল।সংবাদ...