বিশ্বজুড়ে সরকারের পতন ঘটাচ্ছে জেন-জিরা। তাদের টেনে নামাচ্ছে গদি থেকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নেপালেও পতন ঘটে সরকারের। এবার ফুঁসে উঠেছে তুর্কিরা। যোদ্ধা এই জাতি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে গদি থেকে নামাতে চায়। এজন্য নেমে এসেছে রাজধানী আঙ্কারার রাস্তায়। এরদোয়ান বিরোধী এই বিক্ষোভে যোগ দেন লক্ষাধিক মানুষ।এই বিক্ষোভ আয়োজন করে তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। দলটির অভিযোগ দেশের বিচার ব্যবস্থাকে ব্যবহারের মাধ্যমে দমনপীড়ন চালাচ্ছেন এরদোয়ান। আন্দোলনকারীরা এরদোয়ানকে স্বৈরশাসক উল্লেখ করে পদত্যাগের দাবি জানিয়ে যাচ্ছেন। তুরস্কের সরকার অবশ্য সিএইচপির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, তুরস্কের বিচারবিভাগ স্বাধীন এবং আদালতের রায়ে সরকার কোনো প্রকার প্রভাব বিস্তার করেনি।সংবিধান অনুসারে ২০২৮ সালে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওই নির্বাচনে নিজের বিজয় নিশ্চিত করতে পথের কাঁটা সরিয়ে ফেলতে চাইছেন...