নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সূচক বেড়েছে, তবে টাকার অংকে লেনদেন কমেছে। বাজারসংশ্লিষ্টদের মতে, বিনিয়োগকারীরা বর্তমানে আরও বেশি মুনাফার প্রত্যাশায় শেয়ার ধরে রাখার কৌশল নিচ্ছেন। ফলে সূচকের উত্থান হলেও লেনদেনে তেমন গতি আসছে না। আগের দিন সূচক বেড়েছিল মাত্র ৬ পয়েন্ট এবং লেনদেন হয়েছিল ৭০৬ কোটি ৩২ লাখ টাকা। কিন্তু আজ সূচক বেড়েছে প্রায় ৩৫ পয়েন্ট, তবু লেনদেন কমে দাঁড়িয়েছে ৬৭৪ কোটি ১৩ লাখ টাকায়। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩২ কোটি ১৯ লাখ টাকা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দিনশেষে ৩৪.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৯.৬০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ৭.৭৬ পয়েন্ট, অবস্থান করছে ১ হাজার ১৯৪.১৩ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক সামান্য চাপের মুখে পড়ে ০.৬০ পয়েন্ট কমে...