ভারতের পশ্চিমবঙ্গে সন্তোষপুর রেলওয়ে স্টেশনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে স্টেশনসহ অনেক দোকানপাট। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রেল চলাচল ব্যাহত হয়েছে। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের সন্তোষপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রী, দোকানদার সহ আশপাশের সব মানুষ। তাদের চিৎকারে হইচই পড়ে যায় স্টেশন চত্বরে। মুহূর্তেই সেই আগুন প্ল্যাটফর্মের কাছের...