প্রথমবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একসঙ্গে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজবাড়ীর শিক্ষক দম্পতি আক্কাস-শিখার দুই মেয়ে শশী ও আরশি। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ৪৮তম বিসিএসে সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হন ডা. সিলমা সারিকা শশী ও ডা. সিলমা সুবাহ। তাদের বাবা আক্কাস আলী মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ৪৮তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ভাগনির সফলতার কথা লিখে একটি স্ট্যাটাস দিয়েছেন শশী ও আরশির মামা রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আমার বড় বোনের দুই মেয়ে ডা. সিলমা সারিকা শশী এবং ডা. সিলমা সুবহা আরশী ৪৮তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছে। সবার কাছে ওদের জন্য দোয়া চাই।’ শশী ও...