দোহার এক জরুরি শীর্ষ সম্মেলনে আরব ও ইসলামি দেশগুলোর নেতারা কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো বিমান হামলাকে কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছেন। তবে সমালোচনার বাইরে কোনো দেশই তাৎক্ষণিক কোনো জবাব দেওয়ার ঘোষণা দেয়নি। সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি ছিল উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর পক্ষ থেকে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করার ঘোষণা। সম্মেলন উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, যিনি ইসরায়েলি হামলাকে স্পষ্ট বিশ্বাসঘাতকতাপূর্ণ ও কাপুরুষোচিত বলে আখ্যা দেন। বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত নিয়ে গঠিত জিসিসি এরই মধ্যে সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা রক্ষায় একটি প্রতিরক্ষা চুক্তি করেছে। শেখ তামিম বলেন, আমার দেশের রাজধানীতে একটি বিশ্বাসঘাতক হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল হামাস নেতাদের পরিবার ও আলোচক দলের অবস্থানরত একটি বাসভবন।...