তীব্র গরমে শুধু স্বাস্থ্য নয়, অর্থনীতির জন্য ভয়ঙ্কর ধাক্কা। এই তীব্র গরমে বাংলাদেশে প্রতিবছর বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এতে বছরে ২১ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘অ্যান আনসাসটেইনেবল লাইফ: দ্য ইমপ্যাক্ট অব হিট অন হেলথ অ্যান্ড দ্য ইকোনমি অব বাংলাদেশ’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিশ্বব্যাংকের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ক্রমবর্ধমান তাপজনিত অসুস্থতায় ২০২৪ সালে প্রায় ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। এতে অর্থনৈতিক ক্ষতি হয়েছে ১ দশমিক ৩৩ বিলিয়ন থেকে ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। যা জিডিপির প্রায় শূন্য দশমিক ৩ থেকে শূন্য দশমিক ৪ শতাংশ। টাকার অংকে এই ক্ষতির পরিমাণ ২১ হাজার কোটির বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, যখন তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তখন...